Book Name:Parosi ki Ahmiyat

উপর বড় বড় স্পিকার রেখে উঁচু আওয়াজে চালায়, কারো কষ্ট হওয়া, কারো ঘুম নষ্ট হওয়া, কেউ বেচারা অসুস্থ তার কষ্ট হয়, ছোট বাচ্চার ঘুম ভেঙ্গে যাওয়া, তারা কোন পরওয়াই করে না * কতিপয় লোক রাতের সময় ঘরে টকটক করে কাজ করা শুরু করে দেয় যদিও এটা গুনাহ নয় কিন্তু রাতের বেলা নিজের ঘরেও এমন কাজ করার কারণে ঘুমে ব্যঘাত সৃষ্টি হতে পারে সুতরাং এমন কাজ দিনের বেলা করা যেনো প্রতিবেশীর কষ্ট না হয়

প্রতিবেশীর ছাগলকেও কষ্ট দিওনা না..!

    উম্মুল মুমিনীন হযরত উম্মে সালমা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: এক প্রতিবেশীর ছাগল আমার ঘরে প্রবেশ করলো আর সে ছাগলটি মুখে রুটি নিয়ে নিলো আর আমি ছাগলের দিকে আগ্রসর হয়ে ছাগলের মুখ থেকে রুটিটি কেড়ে নিয়ে নিলাম, আমি এমন করাতে নূরানী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দেখলেন আর ইরশাদ করলেন: হে উম্মে সালমা! ছাগলকে কষ্ট দেয়াটা তোমাকে নিরাপত্তা দিবে নাকেননা এটাও প্রতিবেশীকে কষ্ট দেয়া থেকে কম নয় (মকারিমুল আখলাক লিততবরানী, ৩৯৫ পৃষ্ঠা, হাদিস ২৩৯)

আমি এটা পছন্দ করি না

    আল্লাহ পাকের একজন নেককার বান্দার ঘরে একবার ইঁদুর এসে গেলোতার বন্ধু পরামর্শ দিলো যে, তুমি তোমার ঘরে একটি বিড়াল লালন পালন করো! আল্লাহ পাকের সেই নেক বান্দা বললেন: আমার বিষয়ে ভয় রয়েছে যে, বিড়ালের আওয়াজ শুনে ইঁদুর আমার প্রতিবেশীর ঘরে প্রবেশ করবে, আর এভাবে আমি আমার প্রতিবেশীর জন্য বিষয় পছন্দকারী হয়ে যাবো যে বিষয় আমি নিজের জন্য পছন্দ করি না

(ইহ্য়াউল উলুম, ২য় খন্ড, ৭৭১ পৃষ্ঠা)      

    اللهُ اَکْبَر  আল্লাহ পাক আমাদের বুযুর্গগণের উপর দয়া করুন, তাঁরা তাকওয়া ও পরহেযগারীর কেমন কেমন উদাহরণ দাঁড় করিয়েছেন, হায়! আজকাল আমাদের এখানে তো প্রতিবেশীর জন্য ঐগুলো পছন্দ করি যেগুলো নিজের পছন্দ হয় না। * নিজের ঘরে আবর্জনা রাখাকে পছন্দ করবে? কিন্তু আবর্জনা তো পরিস্কার করে তবে তা প্রতিবেশীর দরজায় ফেলে দেয় * মহিলারা ঘরের মেঝ ধৌত করে, এটাতো স্পষ্ট নোংরা পানি নিজের আঙ্গিনায় জমা রাখাতো অপছন্দনীয়, এজন্য গলিতে প্রবাহিত করে দেয় যার ফলে