Book Name:Parosi ki Ahmiyat

শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

নেককার প্রতিবেশীর বরকতে আরোগ্য লাভ করলো

    উলামায়ে কেরামগণ বলেন: বসরাতে এক ব্যক্তি বসবাস করতো, তার এক কন্যা প্রতিবন্ধী ছিলো, তার এক প্রতিবেশী অনেক নেককার সম্পদশালী ছিলো, সে নেককার প্রতিবেশী প্রতি বছর আশুরার (অর্থাৎ ১০ মুহাররম) রাতে লোকদেরকে নিজ ঘরে একত্রিত করে মাহফিলের আয়োজন করতো, সবাই মিলে কুরআনুল করীম তিলাওয়াত করতো, আল্লাহ পাকের যিকির হতো, অতঃপর সেই ব্যক্তি সাবাইকে খাবার পেশ করতো, মিসকীনদের খবরাখবর নিতো, বিধবা ইয়াতিমদের সাথে সুন্দর আচরণ করতো একবার প্রতিবন্ধী শিশু কন্যাটি তার বাবার কাছে জিজ্ঞাসা করলো: আব্বু জান! আমাদের প্রতিবেশী প্রতি বছর এই রাতে লোকদেরকে একত্রিত করেন কেন? পিতা বললো: আম্মু! এটা আশুরার রাত, আল্লাহ পাকের কাছে এই রাতের অনেক মর্যাদা রয়েছে আর এ্ই রাতের অনেক ফযীলত বর্ণনা করা হয়েছে পিতার কথা শুনে মেয়ের অন্তর প্রশান্ত হয়ে গেলো এবং তার অন্তরে আশুরার গুরুত্ব বসে গেলো, অতএব যখন ঘরের সবাই শুয়ে গেলো তখন কন্যা সাহরী পর্যন্ত জাগ্রত ছিলো আর প্রতিবেশীর ঘর থেকে আগত কুরআনে পাকের তিলাওয়াত আল্লাহ পাকের যিকিরের আওয়াজ শুনতে থাকে, যখন লোকেরা কুরআনে কারীম সম্পন্ন করে নিলো আর দোয়া করতে লাগলো তখন মেয়েটিও আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে দিলো আর দোয়া করলো: হে আল্লাহ পাক! তোমাকে এই রাতের মর্যাদা সম্মানের ওসিলা! এই সব লোকেরা সারারাত তোমার যিকির করেছে, নেককার লোকদের ওসিলা! হে আমার প্রিয় প্রতিপালক! আমাকে আরোগ্য দান করো আমার কষ্ট দূর করে দাও