Faizan e Imam Shafi

Book Name:Faizan e Imam Shafi

হলে, অসুস্থ হলে, ঋণগ্রস্থ হলে তারা তখন অন্যান্য উপায় অবলম্বন করে কিন্তু দোয়া করে না, অথচ হাদীসে পাকে দোয়াকে মুমিনের হাতিয়ার বলা হয়েছে (মুসতাদরক, খন্ড, ১৬২ পৃষ্ঠা হাদীস: ১৮৫৫)

    অতঃপর যেসব মানুষ দোয়া করে তাদের মধ্যে হতে অনেক এমন রয়েছে যারা নিজের জন্য দোয়া করে কিন্তু অন্য মুসলমানের জন্য দোয়া করে না, আমাদের উচিত নিজের জন্যও দোয়া করা  এবং অন্যের জন্যও মনে করে অবশ্যই দোয়া করা, اِنْ شَآءَ الله! এর অগণিত বরকত নসিব হবে

অন্যের জন্য দোয়া করার সাওয়াব

    লা হযরতের পিতা মাওলানা নকী আলী খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দোয়ার আদব বর্ণনা করতে গিয়ে বলেন: (দোয়ার আদব): (এটা যে, বান্দা) যখন নিজের জন্য দোয়া করবে তখন সকল মুসলমানকে এর মধ্যে অন্তর্ভূক্ত করে নিবে (অর্থাৎ সকল মুসলমান নর-নারীর জন্যও দোয়া করবে)

(ফাযায়িলে দোয়া, ৮৬ পৃষ্ঠা)

    সায়্যিদী আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আদবের ব্যাখ্যা করতে গিয়ে বলেন (যার সারাংশ হলো): সকল মুসলমানের জন্য দোয়া করার হিকমত হলো এটা যে, দোয়াকারী বান্দা যদি নিজের দোয়া কবুল করাতে  সক্ষম না হয় তাহলে সে মুসলমান বান্দাদের উসিলায় নিজের লক্ষ্য স্থলে পৌছে যাবে। হযরত সাবিত বুনানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: আমার সাথে আলোচনা করা হয়েছে, যে ব্যক্তি মুসলমান নর নারীর জন্য কল্যাণের দোয়া করে, কিয়ামতের দিন যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করবে তখন এক আহবান কারী আহবান করবে: এ হলো সেই ব্যক্তি যে তোমাদের জন্য কল্যাণের দোয়া করতো, অতঃপর সেই মুসলমানরা তার জন্য সুপারিশ করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে। (ফযায়িলে দোয়া, ৮৬