Faizan e Imam Shafi

Book Name:Faizan e Imam Shafi

শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লম্বা দেহের অধিকারি, উত্তম চরিত্রবান, লোকদের পছন্দনীয়, মানুষদের প্রতি অনেক অনুগ্রহ প্রদর্শণকারী, সুন্নাতের উপর আমলকারি, খুব উত্তম চরিত্রের অধিকারী ছিলেন

    ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইয়ামনে জন্ম গ্রহণ করেন, দুবছর বয়সে সম্মানিত পিতা ইন্তেকাল করেন, অতএব তাঁর সম্মানিত মা তাকে নিয়ে মক্কা শরীফে তাশরিফ নিয়ে আসেন ইমাম শাফেয়ী মক্কা শরীফে লালিত পালিত হন (মুনাকিবে ইমাম শাফেয়ী লিররাজি, ৩৪ ৩৫ পৃষ্ঠা) সেখানে অবস্থান করে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করেন আল্লাহ পাক ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জন্য ইলমে দ্বীনের দরজা খুলে দেন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেক প্ররিশ্রমী ইলমে দ্বীনের প্রতি খুব আগ্রহ রাখতেন ইমাম শাফেয়ীর বয়স এখনো ১৫ ছিলো তখন মক্কার মুফতিয়ে আযম মুসলিম বিন খালিদ যানজী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে ফতোওয়া লিখার অনুমতি প্রদান করেন

(কিতাবুছ ছিকাত লিবনে হিব্বান, ৫ম খন্ড, ৪০৬, ২৯৯৭)

ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মর্যাদা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মর্যাদার মধ্যে হতে একটি গুরুত্বপূর্ণ মর্যাদা হলো যে, ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রিয় নবী, হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর একই বংশের আমাদের প্রিয় নবী, হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর পূর্বপূরুষের মধ্যে হতে একজন দাদা হলেন হযরত আব্দে মুনাফ رَحْمَۃُ اللهِ عَلَیْہِইমাম শাফেয়ীও رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  হযরত আব্দে মুনাফ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বংশের মধ্যে অন্তর্ভূক্ত

    কুরাইশ গোত্রের ৪ টি শাখা: (১) বনু হাশেম (২) বনু মুত্তালিব (৩) বনু নাওফাল ও (৪) বনু আব্দে শামস। আমাদের প্রিয় নবী, হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বনু হাশেম গোত্রের, এই