Book Name:Faizan e Imam Shafi
কথা বলার পূর্বে চিন্তা করুন....!
একবার ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন তুমি কোন কথা বলবে তখন প্রথমে এর উপর চিন্তা করে নিবে! যদি তোমার কোন উপকার দৃষ্টিগোচর হয় তাহলে বলে নাও আর যদি তুমি আশংকায় পড়ে যাও (যে, বলা উপকার আছে নাকি নেই) তাহলে নিশ্চুপ থাকো। (আল মুস্তাতরিফ ফি কুল্লি ফান্নি মুস্তাতরিফ, ১ম খন্ড, ৮১ পৃষ্ঠা) আল্লাহ পাক আমাদের সবাইকে জিহ্বার সতর্কতা নসিব করুন। আমিন।
ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সাহাবায়ে কিরামদের প্রতি ভালবাসা
হে আশিকানে রাসূল! ইমাম শাফেয়ী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ
এর একটি অনেক বড় সুন্দর গুণ এটা যে, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সাহাবায়ে কিরাম رَضِیَ اللهُ عَنْہُمْ ও
পবিত্র আহলে বাইতকে খুবই ভালবাসতেন। সময় সময়ে সাহাবায়ে কিরাম رَضِیَ اللهُ عَنْہُمْ ও
পবিত্র আহলে বাইতের মর্যাদা বর্ণনা করা, যারা
তাদের সাথে শত্রুতা পোষণ করে তাদের কাছ থেকে দূরে থাকা,
সাহাবায়ে কিরাম ও পবিত্র আহলে বাইতের ব্যাপারে সত্য থেকে বিচ্যুত হওয়া
লোকদের নেকীর দাওয়াত দেয়া, তাদেরকে উত্তম প্রন্থায়
বুঝানো ইমাম শাফেয়ী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ
এর স্বভাবে অন্তর্ভূক্ত ছিলো, একবার
ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সাহাবায়ে কিরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এর
ফযীলত বর্ণনা করতে গিয়ে বললেন: সাহাবায়ে কিরামগন رَضِیَ
اللهُ عَنْہُمْ ঐ
মোবারক ব্যক্তিত্ব যে, তাদের প্রসংশা সমস্ত
জাহানের প্রতিপালক করেছেন, সাহাবায়ে কিরাম رَضِیَ اللهُ عَنْہُمْ তারাই
যাদের ব্যাপারে কুরআন, তাওরাত ও ইঞ্জিলে প্রশংসা
রয়েছে, সাহাবায়ে কিরাম رَضِیَ اللهُ عَنْہُمْ হচ্ছেন তারাই আল্লাহ পাকের
হাবীব হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ
وَسَلَّم যাদের
গুণাবলি বর্ণনা করেছেন। সাহাবায়ে কিরাম رَضِیَ
اللهُ عَنْہُمْ হচ্ছে
অহী অবতীর্ণ