Book Name:Faizan e Imam Shafi
عَلَیْہِ। কোটি কোটি হাম্বলিদের সর্দার, ইমাম মুহাম্মদ বিন হাম্বল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমার কাছ থেকে যখনই কোন দ্বীনি মাসআলা জিজ্ঞাসা করা হতো, আমি সর্বপ্রথম সেই মাসআলাকে কুরআন ও হাদীসে তালাশ করতাম, যদি আমি সেই মাসআলার উত্তর কুরআন ও হাদীসে না পেতাম তখন ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বাণী থেকে এর উত্তর তালাশ করতাম কেননা ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তিনি কুরাইশের আলিম, যিনি যমিনকে ইলম দ্বারা ভরপূর করে দিয়েছেন। (মুনাকিব ইমাম শাফেয়ী লিল বায়হাকী, ১/৫৪)
যাও! আল্লাহ তোমাকে বরকত দিক....!
ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এক দিন আমি ঘুমাচ্ছিলাম তখন ভাগ্য জেগে উঠলো, উভয় জাহানের নবী, হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নূরানী চেহারা উজ্জ্বল হয়ে আমার স্বপ্নে তাশরিফ নিয়ে আসলেন, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে ইরশাদ করলেন: یَاغُلَامُ! مِمَّنْ اَنْتَ؟ বৎস! তুমি কোন গোত্রের? আমি আরজ করলাম: مِنْ رَھْطِکَ یَا رَسُوْلَ اللّٰہ! অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমি আপনার গোলাম। এতে হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে স্নেহ ও দয়া করতে গিয়ে ইরশাদ করলেন: কাছে এসে যাও! আমি কাছে গেলাম, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের মোবারক থুথু (অর্থাৎ মুখের পানি) আমার মুখে দিয়ে ইরশাদ করলেন: اِمْضِ بَارَکَ اللّٰہُ فِیْکَ যাও! আল্লাহ পাক তোমাকে বরকত দিক। (মুনাকিব ইমাম শাফেয়ী লিররাযী, ৩৬ পৃষ্ঠা)
মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ আংটি দান করলেন
ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একটি ঈমাম সতেজকারী স্বপ্ন বর্ণনা করতে গিয়ে বলেন: একবার আমি স্বপ্নে দেখলাম: আমি মাতাফে (অর্থাৎ মসজিদে হারমে তাওয়াফের স্থানে) বসেছিলাম, হঠাৎ এক দিক থেকে মুসলমানের চতুর্থ খলিফা আমীরুল মুমিনীন মাওলা