Book Name:Faizan e Imam Shafi
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! কোটি কোটি শাফেয়ীদের ইমাম, আল্লাহভীরু, পরহেজগার, ইবাদত পরায়ণ, আমলদার আলিম, আশিকে রাসূল, সাহাবা ও আহলে বাইতের প্রেমিক, ইমাম মুহাম্মদ বিন ইদ্রীস শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হলেন দ্বিতীয় শতাব্দীর উচ্চমর্যাদা সম্পন্ন বুযুর্গ। আজ আমরা তাঁর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কতিপয় মর্যাদা ও কতিপয় উচ্চ গুণাবলি শ্রবণ করার সৌভাগ্য অর্জন করবো। আল্লাহ পাক আমাদেরকে নেক বান্দাদের জীবনী থেকে আলো গ্রহণ করার এবং তাদের দয়ার মাধ্যমে নিজের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। আমিন।
প্রত্যেক শতাব্দীর শুরুতে মুজাদ্দীদ পাঠানো হয়
সুনানে আবু দাউদ এর হাদীস: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: إِنَّ اللَّهَ يَبْعَثُ لِهٰذِهِ الْأُمَّةِ عَلَى رَأْسِ كُلِّ مِائَةِ سَنَةٍ مَنْ يُجَدِّدُ لَهَا دِينَهَا নিঃসন্দেহে আল্লাহ পাক এই উম্মতের মধ্যে প্রত্যেক শতাব্দীর শুরুতে এমন কতিপয় ব্যক্তিকে প্রেরণ করতে থাকবেন যারা দ্বীনকে পূনরুজীবিত করবেন।
(আবু দাউদ, ৬৭৪ পৃষ্ঠা, হাদীস: ৪২৯১)
পূর্ববর্তী উম্মতের মধ্যে এই নিয়ম ছিলো যে, একজন নবী عَلَیْہِ السَّلَام দুনিয়া থেকে ইন্তেকাল করলে আল্লাহ পাক অন্য একজন