Book Name:Faizan e Imam Shafi
একত্রিতভাবে ইসলামের আহকাম শিখাতে পারে। অনুরূপভাবে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ رَضِیَ اللهُ عَنْہُও জুমা রাতের দিন লোকদের ওয়াজ ও নসিহতের জন্য নির্দিষ্ট করে ছিলেন। (বুখারী, ৯১ পৃষ্ঠা হাদীস: ৭০) অতএব ওয়াজ ও নসিহতের এই ধারা অব্যাহত ছিলো যার মধ্যে তিলাওয়াতে কুরআন ও নাতে রাসূল, সুন্নাতে ভরা সংশোধন মূলক বয়ান, আল্লাহ পাকের যিকির, চিত্তাকার্ষক দোয়া ও সালাতুস সালাম হতো, আপনিও দাওয়াতে ইসলামীর অধিনে সংগঠিত সপ্তাহিক সুন্নাতে ভারা ইজতিমাতে অংশগ্রহণ করার নিয়্যত করে নিন, اِنْ شَآءَ الله ইজতিমাতে অংশগ্রহণ করার বরকতে ইলমে দ্বীন অর্জন করা এবং নিজের সংশোধনের সুযোগ হবে।
উত্তম চরিত্র সম্পর্কে মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন উত্তম চরিত্র সম্পর্কে কিছু মাদানী ফুল শুনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দু’টি বাণী শ্রবণ করি: (১) ইরশাদ করেন: প্রত্যেক উত্তম আচরণ সদকা, ধনির সাথে হোক বা গরীবের সাথে। (মাজমাউজ যাওয়ায়িদ, ৩/ ৩৩১, হাদীস: ৪৭৫৪) (২) যে ব্যক্তি আল্লাহ পাক ও কিয়ামতের প্রতি ঈমান রাখে তার উচিত আত্নীয়তার সম্পর্ক বজায় রাখা। (বুখারী, ৪/ ১৩৬, হাদীস: ৬১৩৮) * কোরআন ও হাদিসের মধ্যে সাধারণভাবে আত্নীয়স্বজন ও নিকট আত্নীয়স্বজনের সাথে উওম আচরণ করার হুকুম রয়েছে। (রদ্দুল মুহতার, ৯/৬৭৮) * উওম আচরণ করার ক্ষেত্রে পিতামাতা সবচেয়ে বড়। (রদ্দুল মুহতার, ৬৭৮) * উত্তম আচরনের বিভিন্ন মাধ্যম রয়েছে, হাদিয়া ও উপহার প্রদান করা আর যদি তাদের কোন কাজে সহযোগিতা প্রয়োজন হয় তখন সে কাজে তাদের সহযোগিতা করা, তাদের সালাম করা, তাদের সাক্ষাতে যাওয়া, তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে