Faizan e Imam Shafi

Book Name:Faizan e Imam Shafi

দাওয়াত দিবো এবং মন্দ থেকে নিষেধ করবো দেখুন! ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কেমন প্রিয় নসিহত করলেন, যে ব্যক্তি নিজে নেকী করবে এবং অন্যকে নেকীর দাওয়াত দিবে, নিজেই গুনাহ থেকে বাচবে এবং অন্যকেও গুনাহ থেকে বাঁচার নির্দেশ দিবে আর যে ব্যক্তি আল্লাহ পাকের সীমা, তার আহকামের হিফাযত করবে সেই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে যাবে

    আল্লাহ পাক আমাদের নেকীর দাওয়াতের সাড়া জাগাতে, গুনাহ থেকে বাঁচতে এবং অন্যকে বাঁচানোর তৌফিক দান করুন আমিন

১২ দ্বীনি কাজের মধ্যে হতে এক দ্বীনি কাজ: সাপ্তাহিক ইজতিমা

    হে আশিকানে রাসূল! নেককার নামাযী হওয়া, সাহাবা ও আহলে বাইত رَضِیَ اللهُ عَنْہُمْ এর ভালবাসা অন্তরে বৃদ্ধি করা, নেককার নামাযী হওয়া ও নেকীর দাওয়াতের সাড়া জাগানোর জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং দ্বীনি কাজের মধ্যেও খুব অগ্রসর হয়ে অংশ নিন! اِنْ شَآءَ الله! দ্বীন ও দুনিয়ার অগণিত কল্যাণ নসিব হবে। যেলী হালকার ১২টি দ্বীনি কাজের মধ্যে হতে একটি দ্বীনি কাজ হলো: সাপ্তাহিক ইজতিমা। মুসলমানের ইজতিমা শরয়ীতের আহকাম শিখার একটি অনেক বড় মাধ্যম এবং তাদের জন্য যদি কোন নির্দিষ্ট সময় নির্ধারন করে নেয়া যায় তাহলে প্রত্যেক ব্যক্তির জন্য সে একটি সময়ে একত্রিত হওয়া সম্ভব। উদাহরণ স্বরূপ যখন মদিনাতে ইসলাম ব্যাপক হলো এবং শহর ও আশে-পাশের লোকেরা দলে দলে ইসলামের ছায়া তলে প্রবেশ করতে থাকে তখন হযরত মুসআব বিন ওমাইর رَضِیَ اللهُ عَنْہُ কে নবীর দরবার থেকে জুমা কায়েম করার নির্দেশ দিলেন। (আল বিদায়া ওয়ান নিহায়া, ৩/ ১৪৩) যাতে সেই দিনে সমাগমকারীদের