Faizan e Imam Shafi

Book Name:Faizan e Imam Shafi

কারনে তাকে  রাসূলে হাশেমি বলা হয় এবং ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বনু মুত্তালিব গোত্রের মধ্যে হতে, তাই ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে মুত্তালিবী বলা হয়

(মুনাকিব ইমাম শাফেয়ী লিররাজি, ৩০ ৩১ পৃষ্ঠা)

বনু হাশেম ও বনু মুত্তালিব একিই

    ইমাম ফখরুদ্দীন রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মুত্তালিবী, এর ভিত্তিতে তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেক মর্যাদার অধিকারি ছিলেন;

() বনু মুত্তালিব সর্বদা দ্বীন ইসলামের সাহায্যকারী ছিলেন, তারা সর্বক্ষেত্রে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে বিশ্বস্ত ছিলেন একারনে হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اِنَّمَابَنُوْ هَاشِم وَ بَنُوْ الْمُطَّلِبْ شَيْئٌ وَاحِد নিঃসন্দেহে বনু হাশেম বনু মুত্তালিব একই বংশের ইমাম রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যেমনিভাবে ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পূর্বপুরুষরা দ্বীনের খেদমতকারী ছিলেন তেমনিভাবে ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দ্বীন ইসলামের অনেক খেদমত করেছেন (মুনাকিবে ইমাম শাফেয়ী লিররাজি, ৩০ পৃষ্ঠা) () ইমাম রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যেহেতু নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একিই বংশের তাই ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ রাসূলের বংশের অন্তর্ভূক্ত আমরা যখন নামাযে পাঠ করি: اَللّٰہُمَّ صَلِّ  عَلیٰ مُحَمَّد وَ عَلیٰ آلِ مُحَمَّد (হে আল্লাহ পাক! মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রতি তাঁর বংশের প্রতি রহমত নাযিল করুন) আমাদরে এই দোয়াই ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অন্তর্ভূক্ত (মুনাকিবে ইমাম শাফেয়ী লিররাযি, ৩৩ পৃষ্ঠা) () হাদীসে পাকে রয়েছে: اِنَّ کُلَّ سَبَبٍ وَ نَسَبٍ یَنْقَطِعُ یَوْمَ الْقِیَامَۃِ اِلّا مَا کَان مِنْ نَسبِیْ وَ سَبَبِی কিয়ামতের দিন প্রত্যেক বংশ বৈবাহিক সম্পর্ক ভেঙ্গে যাবে কিন্তু সেই বংশ যেটা আমার বংশ বৈবাহিক সম্পর্ক ব্যতীত (তাদের সম্পর্ক ভাঙ্গবে না)