Faizan e Imam Shafi

Book Name:Faizan e Imam Shafi

নবী عَلَیْہِ السَّلَام কে পাঠাতেন, যিনি দ্বীনের প্রচার করতেন, দ্বীনের মূল প্রকৃত শিক্ষা লোকদেরকে শিক্ষা দিতেন এখন যেহেতু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আমাদের প্রিয় নবী, হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শেষ নবী হয়ে তাশরিফ নিয়ে এসেছেন সুতরাং  কিয়ামত পর্যন্ত কোন নতুন নবী আসতে পারে না এই জন্য এই উম্মতের মধ্যে দ্বীনকে পূনরুজীবিত করার এই নিয়ম যে, প্রত্যেক শতাব্দীর শুরুতে আল্লাহ পাক একজন মুজাদ্দীদ সৃষ্টি করে দেন যিনি দ্বীনকে জীবিত করবেন লোকেরা দ্বীনের মধ্যে মন্দ আকীদা অন্তর্ভুক্ত করে দেয়, মন্দ দৃষ্টি ভঙ্গিকে দ্বীনের শিক্ষা বানিয়ে দেয়, কুরআনের সারাংশকে পরিবর্তন করার অপচেষ্টা চেষ্ঠা করে, মন্দ প্রথা, মন্দ প্রচলন দ্বীনের শিক্ষা স্বরুপ মনে করে, অতঃপর আল্লাহ পাক মুজাদ্দীদকে পাঠান যারা সেই মন্দ আক্বিদা, মন্দ দৃষ্টি ভঙ্গি মন্দ প্রচলন চিহিৃত করে দ্বীনের মূল প্রকৃত শিক্ষাকে নতুনভাবে স্পষ্ট করে দেয়

ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ’ও মুজাদ্দীদ

    এই পর্যন্ত অনেক মুজাদ্দীদ দুনিয়াতে আগমন করেছেন, اَلْحَمْدُ لِلّٰه ইমাম মুহাম্মদ বিন ইদ্রীস শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মুজাদ্দীদ ইমাম আহমদ বিন হাম্বল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হিজরীর প্রথম শতাব্দীর মুজাদ্দীদ হযরত ওমর বিন আব্দুল আযিয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছিলেন আর  হিজরীর ২য় শতাব্দীর মুজাদ্দীদ হলেন ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ(মুনাকিব ইমাম শাফেয়ী লিল বায়হাকী, /৫৫)

ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সংক্ষিপ্ত পরিচিতি

    ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সম্পূর্ণ নাম: মুহাম্মদ বিন ইদ্রীস, তিনি ১৫০ হিজরীতে জন্ম গ্রহণ করেন, উলামাগণ বলেন: যে দিন ইমাম আযম আবু হানিফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পৃথিবী থেকে বিদায় নেন সেই দিনই ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ জন্ম গ্রহন করেন। ইমাম