Book Name:Faizan e Imam Shafi
যেতো, আমরা আল্লাহ পাকের রাস্তায় বন্টনকারী হয়ে যেতাম, اِنْ شَآءَ الله আল্লাহ পাক আমাদেরকে নিজ ভান্ডার থেকে অগণিত রিযিক দান করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন।
উপহাসকারীর জন্য কল্যাণের দোয়া.....!
একবার ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দর্জির কাছ থেকে জামা সেলাই করালেন, সেই দর্জি ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে চিনতেন না, তাঁর সম্মান ও মর্যাদা সম্পর্কে জানা ছিলো না, তাই সেই দর্জি ইচ্ছাকৃতভাবে উপহাস করে জামার একটি আস্তিন ছোট করে দিলো আরেকটি আস্তিন লম্বা করে দিলো যে, তাতে মাথাও প্রবেশ করতে পারবে। যখন ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতে সেই জামা পেশ করলেন তখন ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দেখে বললেন: আল্লাহ পাক তোমাকে উত্তম প্রতিদান দান করুন, ছোট আস্তিনে অযুতে উপরে উত্তোলন করার জন্য উত্তম আর লম্বা আস্তিনে কিতাব রাখা যাবে।
এখনো ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কথা-বার্তা বলছিলেন সেই যুগের খলিফার একটি প্রতিনিধি ১০ হাজার দিরহাম নিয়ে তাঁর খিদমতে উপস্থিত হলেন, দর্জিও পাশে বিদ্যমান ছিলো, ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রতিনিধিকে বললেন: দর্জিকে সেলাই করার মূল্য দিয়ে দিন।
এখন দর্জি আশ্চর্য হয়ে গেলো যে, এ কোন ব্যক্তি, যার জন্য খলিফার প্রতিনিধি টাকা নিয়ে আসলেন, দর্জি প্রতিনিধির কাছ থেকে যখন তাঁর সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন: এই হলো হলো ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এটা শুনতেই দর্জি তাঁর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতে উপস্থিত হলেন তিনি পা স্পর্শ করে ক্ষমা চাইলেন আর ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতে অবস্থান করতে থাকেন। (হিকায়াত আউর নসিহত, ৩৯৮ পৃষ্ঠা)