Faizan e Imam Shafi

Book Name:Faizan e Imam Shafi

আলী শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ তাশরিফ নিয়ে আসলেন, আমি তাকে অভ্যর্থনা জানানোর জন্য তাড়াতাড়ি উঠলাম এবং তাঁর رَضِیَ اللهُ عَنْہُ সাথে আলিঙ্গন করলাম, অতঃপর মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ আমার সাথে করমর্দন করলেন আর তাঁর মোবারক আংটি খুলে আমাকে পরিয়ে দিলেন

    এই ঈমান সতেজকারী স্বপ্ন দেখার পর পরের দিন স্বপ্নের ব্যাখ্যাকারীর নিকট গেলাম, তাকে আমার স্বপ্ন শুনালাম এবং ব্যাখ্যা জিজ্ঞাসা করলাম তখন তিনি বললেন: আপনার মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর বুকের সাথে লাগার সৌভাগ্য হয়েছে, এটা জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্তির আলামত, মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ আপনার সাথে মুসাফাহা করেছেন এটা কিয়ামতের দিন নিরাপত্তার সুসংবাদ, এবং হযরত আলীউল মুরতাদা رَضِیَ اللهُ عَنْہُ আপনাকে আংটি পরিয়েছেন, এটা এইদিকেরই ইঙ্গিত যে, যেভাবে মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর পবিত্র নাম প্রসিদ্ধ, তেমনিভাবে আপনার নামেরও প্রসিদ্ধি অর্জন হবে (মুনাকিবে ইমাম শাফেয়ী লিররাযী, ৩৬ পৃষ্ঠা)

    আল্লামা বায়হাকি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর স্বপ্ন বাস্তবেই সত্য প্রমাণিত হয়েছে: এর কিছু দিন পরেই ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রসিদ্ধ হতে লাগলেন, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেক দ্বীনি কিতাব লিখেন যার মাধ্যমে তাঁর নাম দূর-দূরান্ত পর্যন্ত পৌঁছে যায়

(মুনাকিব ইমাম শাফেয়ী লিল বায়হাকি, ১ম খন্ড, ১৪৮)

ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উচ্চ গুণাবলী

    হে আশিকানে রাসূল! ইমাম মুহাম্মদ বিন ইদ্রীস শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইলমে উচ্চ মর্যাদা রাখেন, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমলের ক্ষেত্রেও মধ্যে অনেক উচ্চ মর্যাদাবান, আসুন! ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কিছু উচ্চ গুণাবলি শুনি: