Faizan e Imam Shafi

Book Name:Faizan e Imam Shafi

    سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা কেমন উচ্চ মর্যাদা, কিয়ামতের দিন যখন নফসি নফসির সময় হবে, মা সন্তান থেকে দূরে চলে যাবে, বাবা একমাত্র ছেলে থেকে পিছ ছাড়িয়ে নিবে, ভাই ভাই থেকে দূরে চলে যাবে, বন্ধু বান্ধব আপন আপন চিন্তায় থাকবে, সে সময় কোন বংশ, কোন আত্মীয়, কোন সম্পর্ক কাজে আসবে না কিন্তু কুরবান হয়ে যান!আমাদের প্রিয় নবী, হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মোবারক বংশ সেই সময় প্রতিষ্ঠিত থাকবে, এই মোবারক বংশ কিয়ামতের ভয়াবহতার সময় কাজে আসবে

    ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যেহেতু রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একই বংশের তাই কিয়ামতের দিন ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মুস্তাফার আচলের সাথে সংযুক্ত থাকবেন اِنْ شَآءَ الله! ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মোবারক বংশও সেই সময় প্রতিষ্টিত থাকবে এবং কিয়ামতের ভয়াবহতায় কাজে আসবে

ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কুরাইশ বংশের আলিম

    হে আশিকানে রাসূল! কুরাইশী (অর্থাৎ কুরাইশ গোত্রের সাথে বংশের সম্পর্ক) হিসেবে ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আরো মর্যাদা রয়েছে এর পাশাপাশি ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একটি মর্যাদা এটাও রয়েছে: তিনি কুরাইশি আলিম ছিলেন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হাদীসে পাকে রয়েছে: لَا تَسُبُّوْا قُرَیْشًا অর্থাৎ কুরাইশকে মন্দ বলো না! فَاِنَّ عَالِمَهَا یَمْلَاُ الْاَرْضَ عِلْمًا নিঃসন্দেহে তাদের মধ্যে হতে একজন আলিম যমিনকে ইলম দ্বারা ভরপূর করে দিবে

(মুসনাদে আবু দাউদ তয়ালিসি, ১ম খন্ড, ২৪৫ পৃষ্ঠা) হাদীস: ৩০৭)

    এই হাদীসে পাকে কুরাইশ গোত্রের  যে আলিমে দ্বীনের আলোচনা করা হয়েছে, এর দ্বারা উদ্দেশ্য ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ