Faizan e Imam Shafi

Book Name:Faizan e Imam Shafi

করার শাহিদ (অর্থাৎ সাক্ষী) সাহাবায়ে কিরাম رَضِیَ اللهُ عَنْہُمْ আমাদের নিকট পর্যন্ত দ্বীন পৌঁছিয়েছেন, নিঃসন্দেহে সাহাবাগণ رَضِیَ اللهُ عَنْہُمْ আমাদের চেয়েও বেশি জ্ঞানী, সাহাবায়ে কিরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ আমাদের চেয়ে অনেক উচ্চঁ এবং উচ্চ মর্যাদা সম্পন্ন, সাহাবায়ে কিরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ এর এই মর্যাদা যে, তারা সবাই যে কথার উপর ঐক্যমত হয়ে যায় সে কথা দ্বীনের দলিল হয়ে যায় এবং যদি কোন একজন সাহাবী একটা কথা বলে তখন এই কথার বিরুদ্ধে বলার কারো সাহাস নেই, কেবল একজন সাহাবীর কথাও আমাদের জন্য দলিল

(মুনাকিবে ইমাম শাফেয়ী লিররাযি, ১৩৬ পৃষ্ঠা)

ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আহলে বাইতের প্রতি ভালবাসা

    এভাবে আহলে বাইত رَضِیَ اللهُ عَنْہُمْ এর ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন:

یَا آلَ بَیْتِ رَسُوْلِ اللهِ حُبُّکُمُ            فَرضٌ مِّنَ الله  فِی الْقُرْآنِ اَنْزَلَہُ

یَکْفِیْکُمْ مِنْ عَظِیمِ الْفَخْرِ  اَنَّکُمْ    مَنْ لَمْ  یُصَلِّ عَلَیْکُمْ لَا صَلَاۃَ لَہُ

ব্যাখ্যা: হে সম্মানিত আহলে বাইত! তোমাদের ভালবাসা আল্লাহ পাক কুরআনে পাকে ফরয করেছেন, তোমাদের এই গর্ব যথেষ্ট যে যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রতি দরুদ পড়া হয় না নামায সম্পূর্ণ হয় না

রুহানী চিকিৎসা বিভাগ:

    اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী ৮০টিরও বেশি বিভাগের মাধ্যমে দ্বীনের প্রসারের কাজ করে যাচ্ছে। তার মধ্যে একটি বিভাগ হলো রুহানী চিকিৎসা” যেটা দিন-রাত প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অসহায় দুঃখি উম্মতের দুঃখ দূরিভূত করতে সদা ব্যাস্ত। اَلْحَمْدُ لِلّٰه অসহায় উম্মতের আগ্রহে এই বিভাগের পক্ষ থেকে মাসে লক্ষ লক্ষ অসুস্থ্য ও পেরেশানগ্রস্থদের সমাধানের জন্য লোকদের মধ্যে