Faizan e Imam Shafi

Book Name:Faizan e Imam Shafi

ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ও তিলাওয়াতের আগ্রহ

    হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ রাতকে ভাগে ভাগ করতেন: একভাগ ইলমে দ্বীনের জন্য, একভাগ নামাযের জন্য আর একভাগ আরামের জন্য

(ইহ্য়াউল উলুমদ্দীন, ১ম খন্ড, ৪০ পৃষ্ঠা)

    হযরত রাবিঈ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বর্ণনা: ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রতিদিন একটি করে কুরআনে পাকের খতম করতেন (তারিখে বাগদাদ, ২য় খন্ড, ৬১ পৃষ্ঠা) রমযানুল মোবারকে তাঁর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  তিলাওয়াতের আগ্রহ আরো বেড়ে যেতো, তিনি রমযানুল মোবারকে নফল নামাযে ৬০ টি কুরআনে পাকের খতম করতেন (ইহ্য়ায়ু উলুমউদ্দীন, ১ম খন্ড, ৪০ পৃষ্ঠা)

    سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! একটু অনুমান করুন! ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সাধারণ কোন ব্যক্তি নয়, তিনি প্রকৃত মুফতি ছিলেন, লোকেরা তাঁর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কাছ থেকে ফতোওয়া জিজ্ঞাসা করতেন তিনি লোকদের উত্তর প্রদান করতেন, অনেক বড় আলেম ছিলেন অনেক দূর-দূরান্ত থেকে লোক উপস্থিত হয়ে ইলমের তৃষ্ণা মিঠাতেন, এত ব্যস্ততার মাঝেও তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তিলাওয়াতে কুরআনের জন্য সময় বের করতেন

    এখন আমরা একটু চিন্তা করি! আমরাও কি তিলাওয়াতে কুরআনের জন্য সময় বের করি? আমাদের মধ্যে হতে প্রত্যেকে মনে মনে চিন্তা করি, কুরআনে করীম আমাদের প্রিয় আল্লাহ পাকের পবিত্র কালাম, সেই প্রতিপালক যিনি আমাদেরকে রিযিক দান করেন, যিনি আমাদের পালনকর্তা, আমাদের হাজার হাজার নেয়ামত দান করেন, আমরা কি আমাদের সেই প্রতিপালকের পবিত্র কালাম পড়ি? তিলাওয়াত করেছি কত দিন হয়ে গেছে?