Faizan e Imam Shafi

Book Name:Faizan e Imam Shafi

প্রায় লাখেরও বেশি তাবিজ ওযীফায়ে আত্তারিয়া আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একেবারে ফ্রি বন্টন করা হয় তাবিযাতে আত্তারীয়ার বরকত কেবল কোন নির্দিষ্ট এলাকা বা শহর পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং মুরশিদের দেশের সমস্ত বিভাগে শত শত শহরে শত শত স্টল বসানো হয়, তার পাশা-পাশি অন্যান্য দেশ যেমন দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ইংল্যান্ড, বাংলাদেশ ভারত ইত্যাদিতেও তাবিযাতে আত্তারিয়ার শত শত স্টলের ব্যবস্থা রয়েছে

ইমাম শাফেয়ী  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নসিহত

    হযরত আব্দুল্লাহ বিন মুহাম্মদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে বাগদাদের কোন একটি এলাকাতে ছিলাম, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একজন যুবককে দেখলেন, সে অযু ভালোভাবে করছে না, ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাকে নেকীর দাওয়াত দিতে গিয়ে বললেন: হে যুবক! তোমার অযু ঠিকভাবে করো, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তোমার প্রতি দয়া করবেন। ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এটা বলে তাশরিফ নিয়ে গেলেন, সে যুবক ইলমের কথা শুনে অযু সম্পন্ন করে ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পেছনে পেছনে উপস্থিত হয়ে গেলেন, ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাকে জিজ্ঞাসা করলেন: কি কোন কাজ আছে? তখন যুবক আরয করলো: জ্বী হ্যা! আমাকেও ইলম শিখিয়ে দিন। ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: জেনে রাখ! যে ব্যক্তি আল্লাহ পাকের পরিচিতি (মারিফত) অর্জন করে নিলো, সে মুক্তি পেয়ে গেলো, যে আপন দ্বীনের ব্যাপারে ভয় করলো সে ধ্বংস থেকে বেঁচে গেলো, যে ব্যক্তি দুনিয়াতে সাধনা অবলম্বন করলো, কাল কিয়ামতের দিন যখন সে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে তখন তার চক্ষু শীতল হবে, ইমাম  শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরো